বাবার অভাব-অনটনের সংসারে বড় হয়েছেন মো. আল আমিন হাওলাদার। আর্থিক দৈন্যতায় থমকে গেলেও থেমে যাননি তিনি। অর্থাভাবে পড়াশোনার ফাঁকে কাজ করতে হয়েছে বাবার ভাতের হোটেলে। আর্থিক দৈন্যতা ও প্রাথমিকে বৃত্তি পরীক্ষায় সুযোগ না পাওয়া আর শহরে ছাত্রাবাসে থেকে উচ্চ মাধ্যমিকে নিয়মিত ক্লাস করতে না পেরে মাঝে মাঝে কিছুটা থমকে গেলেও থেমে যাননি আল আমিন।
স্বপ্ন দেখেছেন পড়াশোনা করে বড় হওয়ার। পেছন থেকে নাড়া দেয় তাকে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা না দিতে পারা আর উচ্চ মাধ্যমিকে এসে অর্থাভাবে শহরের কলেজে ভর্তি হয়েও ছাত্রাবাসে থেকে পড়াশোনা করতে না পড়ার মতো ঘটনা। দৃঢ় মনোবল আর বড় হওয়ার স্বপ্ন দেখা পটুয়াখালীর বাউফলের সেই আল আমিন এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অদম্য এ মেধাবী আল আমিন এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। হাঁটছে স্বপ্নপূরণের পথে। ভর্তি পরীক্ষায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।