নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জয় হয়েছে: খাদ্যমন্ত্রী
Date : 2-1-2019
নির্বাচনে উন্নয়ন, অগ্রগতি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও অসাম্প্রদায়িক চেতনার জয় হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বুধবার সকালে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনায় তিনি একথা বলেন।
এ সময় ঢাকা-২ আসনের বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনে দেশের মানুষ বিএনপি ও তাদের সঙ্গী যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। আগামী দিনে মানুষের প্রত্যাশা পূরণে ও উন্নয়নমূলক কাজে নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানান তিনি।
কামরুল ইসলাম বলেন, এবার জোয়ার সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গণ-বিস্ফোরণ ঘটেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। মানুষ ভোট দিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধে চেতনার পক্ষে। মানুষ ভোট দিয়েছে উন্নয়ন ও উগ্রগতির পক্ষে। আমরা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন পূরণের পক্ষে বাংলাদেশের মানুষ গণ রায় দিয়েছে। আপনারা প্রমাণ করে দিয়েছেন রাজাকার আল-বদরদের দেশ না।
সম্পাদক ও প্রকাশক : মো : মাহবুবুর রহমান ।
ভারপ্রাপ্ত সম্পাদক : মো: হাবিবুর রহমান । সম্পাদক কর্তৃক বিএস প্রিন্টিং প্রেস ৫২/২ টয়েনবি সার্কুলার রোড, সুত্রাপুর ঢাকা খেকে মুদ্রিত ও ৬০/ই/১ পুরানা পল্টন (৭ম তলা) থেকে প্রকাশিত বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫১,৫১/ এ রিসোর্সফুল পল্টন সিটি (৪র্থ তলা), পুরানা পল্টন, ঢাকা -১০০০।
ফোনঃ-০২-৯৫৫০৮৭২ , ০১৭১১১৩৬২২৬
Web: www.bhorersomoy.com E-mail : dbsomoy2010@gmail.com