দেশের রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করে দেওয়া আপিল বিভাগের রায় রিভিউ শুনানির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে আবেদনটি শুনানির জন্য আদালতে উত্থাপান করা হয়। এই শুনানির আবেদন জানান আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার নিহাদ কবীর।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ আগামী ১৬ জানুয়ারি এই আবেদনের শুনানির জন্য দিন ধার্য করেছেন।