যোবায়ের শাহিন: স্টাফ রিপোর্টার
যৌতুকের, নির্যাতন, গৃহবধূকে মারপিট ও ৪ শিশু সন্তান সহ তাড়িয়ে দেয়ার ঘটনায় মোকাম: বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী ৫ নং আদালত, নারায়ণগঞ্জ সি.আর. মোক: নং- ৭৪৮/২০২৪ মামলা হয়েছে।
মামলাটি করেছেন, নারায়ণগঞ্জ জেলার এ/পি সাং খাংসারদী, সোনারগাঁ থানা, জয়নাল খান এর মেয়ে মোসাঃ সালমা বেগম।
মামলার বাদি তার অভিযোগে উল্লেখ করেন যে, আমি মোসাঃ সালমা বেগম পিতা মোঃ জয়নাল খান সাং কালাই কিশোর থানা গলাচিপা, জেলা পটুয়াখালী, এ/পি সাং খাংসারদী, থানা সোনারগাঁ, জেলা নারায়ণগঞ্জ।
আমি আমার স্বামী মোঃ জামান মিয়া (৪০) এর সহিত গত ১৪ বছর পূর্বে ইসলামী শরীয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হই।
আমাদের দাম্পত্য জীবনে ৪ জন সন্তান রহিয়াছে। ১ সালমান (১২). ২ জামিলা (৯). ৩ জান্নাতুল (৭). ৪ সায়মা (৬ মাস)। আমার স্বামী তার ৪ সন্তান ও স্ত্রীর কোন ভরণ পোষণ দেয়না এবং কোন খোঁজ খবর ও রাখেনা। বিবাহের পর থেকেই আমার নিকট যৌতুক বাবদ ৫ লক্ষ টাকা দাবি করিয়া আসিতেছিল। কিছু টাকা দেওয়ার পরেও আরো টাকার জন্য আমার উপরে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করিয়া আসিতেছিল।
গত ২৪ সালের ২৪ নভেম্বর সকাল ৯ টায় উল্লেখিত বিবাদী ১। মৃত্যু আমির আলীর ছেলে মোঃ জামান মিয়া (৪০) ২। আজগর আলীর মেয়ে মোসাঃ রাবেয়া (৬০) ৩।আজগর আলীর স্ত্রী মোসা: নয়ন তারা (৫২)
৪। আজগর আলী (৬০) আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। আমাকে বিবাদীরা এলো পাতাড়ি ভাবে চর থাপ্পড় ও কিল গুসি দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে নীলা পুলা জখম করে।
প্রাথমিক চিকিৎসা শেষে আমি আইনের আশ্রয় গ্রহণ করি।
প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করছি। বর্তমানে মামলাটি চলমান রয়েছে।