নোয়াখালীর হাতিয়ায় রান্নাঘরের আগুন কেড়ে নিয়েছে স্বামী-স্ত্রীর প্রাণ। গভীর রাতে বসতঘরে অগ্নিকাণ্ড থেকে এ ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে নিমাই চন্দ্র মজুমদার ও মিলনবালা নামে স্বামী-স্ত্রী যুগলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
শুক্রবার (৩১ জানুয়ারি) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় অগ্নিদগ্ধ নিমাই চন্দ্র মজুমদারের মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছার পর রাত নয়টার দিকে স্ত্রী মিলন বালার মৃত্যু হয়।