জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, উচ্চকক্ষ পিআর ও ভোটার অনুসারে হতে হবে। কিন্তু সেই বিষয়ে ঐক্যমত না আসায় জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার বিষয়ে সন্দেহ রয়েছে এনসিপির। তবে ৫ আগস্টের আগে জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার বিষয়ে আশাবাদী তারা।
আজ সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় জামালপুর জেলা পরিষদের ডাক বাংলোতে জুলাই আন্দোলনে নিহত ১১ জন শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় গতকাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বক্তব্যের ঘটনায় নেত্রকোনা জেলাতে বিএনপির প্রতিবাদকে অধিকার হিসেবে উল্লেখ করেন নাহিদ। এ ছাড়াও বিএনপির মন্তব্য থাকলে তা ব্যক্ত করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘শুধু উপদেষ্টা নয়, পুলিশ-প্রশাসনসহ অনেকে নিরপেক্ষ আচরণ করছে না। জুলাই সনদের পরে নির্বাচনের কার্যক্রম শুরু হলে তখন লেভেল প্লের্য়ি ফিলডের বিষয়টি দেখা হবে।
এরপর জামালপুর শহরের তমালতলা মোড় থেকে ফৌজদারী পর্যন্ত পদযাত্রা করবে এনসিপি। পরে সেখানে এক পথসভায় বক্তব্য প্রদান করবেন নেতারা।