আগস্ট মাস এলেই আওয়ামী লীগ নেতারা দাবি করেন, রাজনীতিতে একটা অলঙ্ঘনীয় দেওয়াল তৈরি হয়েছে। ১৫ আগস্টের খুনিদের এবং ২১ আগস্টের হামলাকারীদের সহায়তা করে এই দেওয়াল তৈরি করেছে বিএনপি। আসলেই কি তাই? যদি তাই হয়, তবে বর্তমান সংকটকালে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ রক্ষা এবং আসন্ন নির্বাচন আয়োজনে রাজনীতির এই দেওয়াল অতিক্রম করা প্রয়োজন। এই দেওয়াল অতিক্রমের দায়িত্ব বিএনপির কাঁধেই দিচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা। তারা বলছেন, এই দেওয়াল ধ্বংস করে জাতিকে ঐক্যবদ্ধ করার হাতিয়ার কেবল বিএনপির হাতেই রয়েছে। ১৫ আগস্ট হত্যাকাণ্ড এবং ২১ আগস্ট ঘটনায় সম্পৃক্ততার জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি ভবিষ্যতে এমন কাণ্ডে যুক্ত হওয়া থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিতে হবে। তারা নিজেদের সব ব্যর্থতা, লজ্জা লুকানোর জন্য এবং জনরোষ থেকে দৃষ্টি ফেরানোর জন্য নতুন নতুন গল্প বানায়। কারণ অনুসন্ধান চালিয়ে নিজের ঘরের লোকের বিচার করার সাহস, শক্তি এবং সততা আওয়ামী লীগের নেই। এজন্য তারা এরকম বয়ান তৈরি করে তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখে এবং দীর্ঘায়িত করে। একই পরামর্শ বিশিষ্টজনদের। তারা বলছেন, দেওয়ালটি মূলত অনাস্থার, অবিশ্বাসের। এটি অতিক্রম করার জন্য উভয়পক্ষকে সংবেদনশীল হতে হবে। বিএনপি এবং তাদের সহযোগীদের এক্ষেত্রে এগিয়ে আসা দরকার। তবে বিএনপির দাবি, রাজনীতিতে কোনো দেওয়াল নেই। এটা আওয়ামী লীগের তৈরি কল্পকাহিনি। তারা এরকম বয়ান তৈরি করে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখে এবং দীর্ঘায়িত করে। এটা তাদের একটা মিথ্যা বয়ান। কয়েক বছর ধরেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলে আসছেন, বাংলাদেশের রাজনীতিতে একটা অলঙ্ঘনীয় দেওয়াল উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। এই দেওয়াল আমাদের কর্ম সম্পর্কের পথে গণতান্ত্রিক রাজনীতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই দেওয়ালের সৃষ্টি হয়েছে ৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা এবং ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলার মধ্য দিয়ে। তারপরও এই অলঙ্ঘনীয় দেওয়াল কীভাবে ভাঙবো। আমাদের চেষ্টার কমতি ছিল না। এতো কিছুর পরও খালেদা জিয়ার ছেলের মৃত্যুর পর শেখ হাসিনা তার বাড়িতে ছুটে গিয়েছিলেন, কিন্তু দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। ২০১৪ সালের আগে শেখ হাসিনা গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন খালেদা জিয়াকে। তিনি ঘৃণাভরে গালাগাল করে যে ভাষা প্রয়োগ করেছিলেন... জাতির পিতাকে হত্যা এবং ২১ আগস্ট জাতির পিতার কন্যাকে হত্যা প্রচেষ্টার সঙ্গে জিয়াউর রহমান ও তার পরিবারের সম্পৃক্ততা এবং এই জঘন্য কর্মের প্রতি আপামর বিএনপির সমর্থন বাংলাদেশের রাজনীতি ও জাতি গঠন প্রক্রিয়ায় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। এ এক অলঙ্ঘনীয় শক্ত দেওয়াল। এ অবস্থা থেকে উত্তরণের জন্য উভয়পক্ষকে সংবেদনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি জাগো নিউজকে বলেন, ‘দেওয়ালটা হচ্ছে অনাস্থার দেওয়াল, অবিশ্বাসের দেওয়াল। এই দেওয়াল যদি আমাদের অতিক্রম করে যেতে হয়, তাহলে যারা ’৭৫ এর ১৫ আগস্ট ও ৩ নভেম্বর এবং ২০০৪ সালের ২১ আগস্টের মতো জঘন্য ঘটনাগুলোর সঙ্গে যুক্ত; তাদেরই প্রধান দায়িত্ব যে, এই ধরনের বিশ্বাসঘাতকতা, এই ধরনের হত্যাকাণ্ড তারা আর ভবিষ্যতে করবে না- সেই পরিবেশ সৃষ্টি করা। কারণ এটা তো স্বাভাবিক, আওয়ামী মনে করছে— আমাদের তো শেষ করে দিতে চেয়েছিল। যারা আমাদের শেষ করে দিতে চেয়েছে বার বার, তাদের সঙ্গে কতটা বিশ্বাস নিয়ে আমরা কাজ করতে পারবো! এটা বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের রাজনীতিতে একটা সুসম্পর্ক স্থাপনের ক্ষেত্রে। এখন দুপক্ষকেই হয়তো অনেক বেশি সংবেদনশীলতার পরিচয় দিতে হবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে বিএনপি এবং তাদের সহযোগী যারা ছিল এই ষড়যন্ত্রে, তাদের আজ এগিয়ে আসা দরকার।’ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন জাগো নিউজকে বলেন, ‘জাতির পিতাকে হত্যা এবং ২১ আগস্ট জাতির পিতার কন্যাকে হত্যা প্রচেষ্টার সঙ্গে জিয়াউর রহমান ও তার পরিবারের সম্পৃক্ততা এবং এ জঘন্য কর্মের প্রতি আপামর বিএনপির সমর্থন বাংলাদেশের রাজনীতি ও জাতিগঠন প্রক্রিয়ায় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। এ এক অলঙ্ঘনীয় শক্ত দেওয়াল।’ তিনি বলেন, ‘এই দেওয়াল ধ্বংস করে জাতিকে ন্যূনতম জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ করার হাতিয়ার কেবল বিএনপির হাতেই রয়েছে। প্রথমত তাদের এই পৃথিবীর নির্মমতম ১৫ আগস্ট হত্যাকাণ্ড এবং ২১ আগস্ট ২৪ জন আওয়ামী লীগ নেতার হত্যা ও জননেত্রী শেখ হাসিনাকে হত্যাপ্রচেষ্টার সঙ্গে বিএনপির শীর্ষ পরিবারের সম্পৃক্ততার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে, এ ঘটনার নিরপেক্ষ বিচার প্রক্রিয়াকে সহযোগিতা ও সমর্থন করতে হবে। মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও মূল্যবোধের প্রতি আনুগত্য প্রকাশ করে ভবিষ্যতে দেশবিরোধী যে কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকা ও যে কোনো দেশবিরোধী অপশক্তির প্রতি কোনো প্রকার সমর্থন দান থেকে বিরত থাকতে হবে। এই মৌলিক বিষয়গুলোতে বিএনপি ইতিবাচক হলে ভবিষ্যতে বিভাজনের মহাপ্রাচীর ধ্বংস হতে পারে।’ নিয়ে বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানা জাগো নিউজকে বলেন, যখন নিজের ঘরের শত্রু বিভীষণ হবে। নিজের ঘরের শত্রু নিজের ঘরে আগুন জ্বালাবে, কিন্তু সেটা বলার মতো সাহস, সততা এবং শক্তি আপনার থাকবে না। তখন আপনি চেষ্টা করবেন দোষটা আশপাশের পড়শি বা দূরের কারও ঘাড়ে চাপানোর, যাদের সঙ্গে আপনার বিরোধ আছে। আওয়ামী লীগের হয়েছে সেই অবস্থা। ’৭৫ এ বিএনপির জন্মই হয়নি। তার বহু বছর পরে বিএনপির জন্ম। ’৭৫ ঘটিয়েছে খন্দকার মোশতাক ও তাহরে উদ্দিন ঠাকুর। ’৭৫ এর পরে মোশতাকের মন্ত্রিসভায় বঙ্গবন্ধুর মন্ত্রিসভার ১৯ জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। সফিউল্লাহ সেনাপ্রধান ছিলেন, তিনি বলেছিলেন, বঙ্গবন্ধুকে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে। একটা ফোর্স নিয়েও তিনি আগানোর চেষ্টা পর্যন্ত করেননি। সেই সময় বিমানবাহিনী প্রধান ছিলেন এ কে খন্দকার, তিনি কি আঙুল চুষছিলেন? তাকে তো আওয়ামী লীগ পরিকল্পনামন্ত্রী বানিয়েছে। সফিউল্লাহকে বানিয়েছে এমপি। যারা প্রেক্ষাপট তৈরি করেছে, সেই জাসদ আছে আওয়ামী লীগের সঙ্গে। তিনি বলেন, আমার প্রশ্ন হচ্ছে কয়েক বছর ধরে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথায় কথায় বলেন, আওয়ামী লীগের এত নেতাকর্মী ‘৭৫ এর ১৫ আগস্ট কোথায় ছিলেন? তার সঙ্গে আমিও এই প্রশ্ন ছুড়ে দিলাম- আওয়ামী লীগ সে সময় কী করেছে? তখন তো বিএনপির জন্মই হয়নি। এখন আপনার নিজের লোককে চিহ্নিত করার সাহস ও সততা আপনার নেই। বরং আপনি স্বস্তিদায়ক অবস্থানে থাকেন, যখন বিরোধীদের ঘাঁড়ে দোষটা চাপাতে পারেন। ২১ আগস্টের দায় সম্পর্কে রুমিন ফারহানা বলেন, ‘২০০৪ সালের ২১ আগস্টের সময় বিএনপি ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকলেই যদি এ ধরনের ঘটনার দায় নিতে হয়, তাহলে পিলখানা হত্যাকাণ্ডের পুরো দায় আওয়ামী লীগকে নিতে হবে। কোনো দল সরকারে থাকা অবস্থায় চায় না, সে সরকার অস্থিতিশীল হয়ে যাক। ২১ আগস্ট ঘটিয়ে বিএনপির কী লাভ হতো? বিএনপি কি পাগল ২১ আগস্ট ঘটাতে যাবে? বিএনপির সঙ্গে ২১ আগস্ট হামলার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। এমনকি ১/১১ সরকার যারা বিএনপিকে ধ্বংস করার সব রকম চেষ্টা করেছে, যেই সরকার আওয়ামী লীগের আন্দোলনের ফসল, যেই সরকার জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে ২০০৮ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছে- সেই সরকারও তো কোনো দিন বলেনি ২১ আগস্টের ঘটনার সঙ্গে বিএনপি জড়িত।’ কেন ১৫ এবং ২১ আগস্টের সঙ্গে বিএনপির সম্পৃক্ততার প্রশ্ন আসে? কারণ হিসেবে বিএনপির এই নেত্রী বলেন, তারা নিজেদের সব ব্যর্থতা, লজ্জা লুকানোর জন্য এবং জনরোষ থেকে দৃষ্টি ফেরানোর জন্য নতুন নতুন গল্প বানায়। কারণ অনুসন্ধান চালিয়ে নিজের ঘরের লোকের বিচার করার সাহস, শক্তি এবং সততা আওয়ামী লীগের নেই। এজন্য তারা এরকম বয়ান তৈরি করে তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখে এবং দীর্ঘায়িত করে। এটা তাদের একটা মিথ্যা বয়ান।
|