নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন, গাজীপুর এবং পরিবেশ অধিদপ্তর
Date : 12-9-2023
অদ্য ১২/০৯/২০২৩ খ্রি. তারিখে গাজীপুর সিটি কর্পোরেশনের মিরের বাজার এলাকার বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন, গাজীপুর এবং পরিবেশ অধিদপ্তর, গাজীপুর। এই মোবাইল কোর্টে মেহেদি স্টোর ও পলক এন্টারপ্রাইজকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির দায়ে ১০ হাজার ও ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং প্রায় ৫৮০কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।
এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন গাজীপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ মোরাদ আলী। অভিযানে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার জনাব মকবুল হোসেন, পরিদর্শক জনাব সঞ্জিত বিশ্বাস, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ, আনসারের সদস্যবৃন্দ এবং প্রিন্ট মিডিয়ার লোকজন উপস্থিত ছিলেন। অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।