পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে হত্যার চেষ্টা।
Date : 7-10-2023
বিগত ৩রা অক্টোবর রোজ বুধবার আনুমানিক আছরের নামাজের পূর্বে মাগুরা জেলার সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের পারপলিতা নামক গ্রামে মোঃ ইনামুল মোল্যাকে ( বয়স আনু-৪৫ বছর) পিতা:- মোঃ মহিদ মোল্যা একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে চড়াও হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
হাসপাতাল সূত্রে আহত ব্যাক্তি এবং তাঁর ভাই মোক্তাদুর মোল্যার ভাষ্যমতে জানা যায় আহত ব্যাক্তি তাঁর ছোট ভাই একজন গরীব কৃষক। সে পূর্বে পারপলিতা গ্রামে বসবাস করত। আনুমানিক মাস ছয়েক আগে সে এক কিলোমিটার দূরে চাঁদপুর গ্রামের ভাংগুড়া নামক স্থানে এসে বসবাস শুরু করে।
ঘটনার দিন পূরাতন বাড়িতে বেড়াতে গেলে পার্শবর্তী একটি বাড়িতে স্বামী - স্ত্রীর মধ্যে কথাকাটি হয় এবং ব্যাপারটা দেখতে এবং মিটমাট করার চেষ্টা করে।এইসময় সাঈদ মোল্যার দুই ছেলে মিরাজুল এবং আলি কদর সহ কাসেম,রাসেল সবার ঠিকানা গাংনি, চরপাড়া। এছাড়াও এলাকার মাতবর পর্বত এবং সাহাদৎ মোল্যা উপস্হিত ছিলেন।
এদের মধ্যে প্রথম চারজন চাইনীজ কুড়াল, রাম দা এবং লাঠি দিয়ে তাঁকে প্রথমে মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়লে তাঁর মেরুদণ্ড বরাবর বল্লম দিয়ে আঘাত করে এবং সে আঘাত তাঁর মেরুদণ্ডের হাড় ভেদ করে ফুসফুসে স্পর্শ করে এবং বাম হাত ভেংগে যায়। আহতের বর্ননামতে যেহেতু সে একা ছিল একটি লোক এবং মহিলা এসে তাঁকে রক্ষা করে তা না হলে সে ঘটনাস্থলেই মারা যেত। তারপর আহত লোক কে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসকরা কোনরকম প্রাথমিক চিকিৎসা শেষ করে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার করেন।
এ প্রতিবেদক মাতবর দুইজনকে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলতে ব্যর্থ হয়। তিনি আহতের অভিভাবক কে পুলিশকে ব্যাপারটা জানিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন আগে ভাইয়ের অবস্থা আশংকামুক্ত হলে মাগুরা এনে তারপর আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবেন।