|
নাঙ্গলকোটে চৌকুড়ী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
আনিছুর রহমান রুবেলঃ কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার ঢালুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী চৌকুড়ী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ৮ এপ্রিল সকাল ১০ টায় বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে, বিদ্যালয় প্রাঙ্গণে এই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি এডভোকেট ইয়াসিন তালুকদারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌকুড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি কাজী ওবায়দুল হক। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, চৌকুড়ী ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার গাজী শাহাদাত হোসাইন, চৌকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক, চৌকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল আহমেদ ভূইয়া সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সভাপতির বক্তব্যে এডভোকেট ইয়াসমিন তালুকদার বলেন, আজকে যারা বিদায় নিচ্ছ তোমরা আমাদের সন্তান, আমরাও একসময় তোমাদের মত বিদায় নিয়েছিলাম, তাই আমি আশা করব তোমরা সুন্দর ও সুশৃংখলভাবে পরীক্ষা দিয়ে একটি ভালো রেজাল্টের মাধ্যমে চৌকুড়ী উচ্চ বিদ্যালয়ের সম্মান আক্ষুন্ন রাখবে, এইবার আমরা যেন পুরো জেলায় প্রথম স্থান অধিকার করতে পারি সে বিষয়ে লক্ষ্য রেখে তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করার আহ্বান রইল।এসময় বিদায় শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে, পরীক্ষায় প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেন।
|
|
|
|
|