“মানবতার শ্রেষ্ট দান, স্বেচ্ছায় রক্ত দান”—এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় পালিত হলো স্বপ্নপূরণ ব্লাড ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দিনব্যাপী স্বেচ্ছাসেবী মিলনমেলা, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার (৯ মে) নেত্রকোনা সদর উপজেলার শিবপ্রসাদপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলার শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন। রক্তদাতা, সংগঠক ও মানবসেবায় নিবেদিত তরুণদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজনস্থল। এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবদুল হাসেম মাস্টার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য তরিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সমগ্র বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রক্তদাতা মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুর রব মাস্টার, শিক্ষানুরাগী হাসানুল বারী ফারুক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান মজনু। এসময় বক্তারা বলেন, “রক্তদান শুধু একজন মানুষকে নয়, একটি পরিবারকে বাঁচিয়ে তোলে। এটি শুধু সেবাকর্ম নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। তরুণ সমাজের এমন মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে।” তারা আরও বলেন, “রক্তের অভাবে প্রতিদিনই অনেক রোগী মৃত্যুর সঙ্গে লড়ছে। এ সমস্যা দূর করতে হলে স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে তুলতে হবে।” অনুষ্ঠানে স্বপ্নপূরণ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা পরিষদের সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ছাত্র এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মোঃ শামছুল হক, দৈনিক ভোরের সময়।
|