সোমবার, মে ১৯, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সাম্য হত্যার বিচারের দাবিতে সাভারে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিক্ষোভ   * কাফরুল যুবদল নেতার নাম ভাঙিয়ে চাঁদাবাজি, মিরপুর বিআরটিএতে দুলালের দাপট! কর্মকর্তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।   * নেত্রকোনায়" স্বপ্নপূরণ ব্লাড ফাউন্ডেশনের" বর্ষপূর্তি উপলক্ষে মিলনমেলা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত   * সাভার থানা যুবদলের উদ্যোগে বিরুলিয়ায় জন-সাধারণের মাঝে লিফলেট বিতরণ   * নেত্রকোনার জেলা সদরে "বিআরটিএ ;কার্যালয়ে হঠাৎ সাঁড়াশি দুদুকের অভিযান   * সাংবাদিকতায় দুই দশকের পথচলায় আহমেদ পিপুল   * অর্থনৈতিক নিরাপত্তায় বীমা শিল্পের বিকাশ অপরিহার্য   * সন্ত্রাসীদের হামলায় দুই সাংবাদিক আহতের ঘটনায়  নারায়ণগঞ্জ ডিসির দুঃখ প্রকাশ   * পাসপোর্ট সেবাকে শতভাগ স্বচ্ছ ও হয়রানিমুক্ত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ --  মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা   * “কৃষক ন্যায্য দাম পেলে তারা উৎপাদনে উৎসাহ পাবে --খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার  

   অপরাধ জগত
কাফরুল যুবদল নেতার নাম ভাঙিয়ে চাঁদাবাজি, মিরপুর বিআরটিএতে দুলালের দাপট! কর্মকর্তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
  Date : 14-05-2025

স্টাফ রিপোর্টার

মিরপুর বিআরটিএ অফিসে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন বহুল আলোচিত ব্যক্তি –মোহাম্মদ দুলাল ওরফে খাটো দুলাল । সবাই তাকে বিআরটিএ দুলাল বলে চিনে । তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজেকে কাফরুল থানার যুবদলের সভাপতি রাজ্জাকের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে দাপটের সঙ্গে সরকারি অফিসে অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিআরটিএর আধিপত্য নিয়ে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সে নিজেই দালালদের গডফাদার হিসেবে পরিচিত এবং দালালদেরকে নিয়ন্ত্রণ করে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ওই দালাল দুলাল। ফিটনেস শাখাসহ বিআরটিএ র এমন কোন বিভাগ নেই  যে তার নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। সিএনজি অটো রিক্সা সহ সব ধরনের যানবাহনের কাজ করে থাকে দালাল দুলাল।বিশেষ করে ফিটনেস শাখার ১২৭ নম্বর কক্ষে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সরকারি সময়ের বাইরেও সিল মারার কাজ করে চলছেন তিনি। সহকারী পরিচালক রুহুল আমিন, সহকারী মোটরযান পরিদর্শক সিফাত ও মোটরযান পরিদর্শক রনজিতের ছত্রছায়ায় চলছে এ অপকর্ম। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দুলাল প্রতি মাসে লাখ লাখ টাকা ফিটনেস সেবা সংক্রান্ত দালালি ও চাঁদাবাজির মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন। সরাসরি অফিস রুমে প্রবেশ করে ফাইল আদান-প্রদান এবং সিল সংগ্রহ করলেও কোনো কর্মকর্তা তার বিরুদ্ধে মুখ খুলছেন না। বরং কেউ প্রতিবাদ করলে বিএনপির নাম ভাঙিয়ে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগও উঠেছে।
সাংবাদিক মাহমুদুল হাসান ও রাহিমা আক্তার মুক্তা, দালাল দুলালের অপকর্মের প্রমাণ সংগ্রহ করতে গেলে তাদেরও ভয়ভীতি ও পরবর্তীতে ক্ষতির হুমকি দেন। অথচ, বিএনপির মহাসচিব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, দল কখনোই এ ধরনের অপকর্ম সমর্থন করে না এবং কেউ দলের নাম ভাঙিয়ে দালালি করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।জানা গেছে, কাফরুল যুবদলের সভাপতি রাজ্জাক নিজেও বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন এবং পরে জানিয়েছেন, দুলাল তার নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িত, এটি তিনি কখনোই মেনে নেবেন না। বিএনপি`র ও যুবদলের নেতাকর্মীরা আরও অভিযোগ করে বলেন, বিআরটিএ`র দালাল দুলাল বর্তমানে কোন দলের সাথে জড়িত নয়। সে যদি দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করতে যায় তাহলে তাকে প্রশাসনিক লোকজনের কাছে সোপর্দ করার জন্য বলেছেন।এখন প্রশ্ন হলো – দুলালের মতো ব্যক্তি কিভাবে বছরের পর বছর এমন দাপটে কাজ করে যেতে পারে? তার পেছনে কারা ছায়া দিয়ে যাচ্ছেন? বিআরটিএ কর্মকর্তারা কেন মুখ বন্ধ করে আছেন? নাম প্রকাশের অনিচ্ছু ক বিআরটিএ কয়েকজন কর্মকর্তা বলেন, দালাল দুলাল কে নিয়ে আমরা অনেক আতঙ্কিত আছি। তার বিরুদ্ধে কোন কিছু বলা যাচ্ছে না।
এই চক্রের মূল হোতা দুলালের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। একইসাথে, দলীয় পরিচয় ব্যবহার করে রাষ্ট্রীয় সেবার নামে চাঁদাবাজির মতো স্পর্শকাতর বিষয়ে সংশ্লিষ্ট দফতর ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ জরুরি।
 



  
  সর্বশেষ
সাম্য হত্যার বিচারের দাবিতে সাভারে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিক্ষোভ
কাফরুল যুবদল নেতার নাম ভাঙিয়ে চাঁদাবাজি, মিরপুর বিআরটিএতে দুলালের দাপট! কর্মকর্তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
অর্থনৈতিক নিরাপত্তায় বীমা শিল্পের বিকাশ অপরিহার্য
সন্ত্রাসীদের হামলায় দুই সাংবাদিক আহতের ঘটনায়  নারায়ণগঞ্জ ডিসির দুঃখ প্রকাশ

প্রকাশক: রিনা বেগম
প্রধান সম্পাদক : মো: হাবিবুর রহমান
প্রকাশক কতৃক ৫১/৫১ এ পুরানা পল্টন থেকে প্রকাশিত । সোনালী প্রিন্টিং প্রেস ২/১/এ ইডেন ভবন ১৬৭ ইনার সার্কুলার রোড মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত । বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ৫১/৫১ এ পুরানা পল্টন (৪র্থ তলা) , ঢাকা - ১০০০।
ফোন: ০২২২৩৩৮০৮৭২ , মোবাইল: ০১৭১১১৩৬২২৬