ষড়যন্ত্রের বিরুদ্ধে নতুন কমিটির অনুমোদন,বিলুপ্ত পূর্বের কমিটি
Date : 5-3-2023
মাহমুদুল হাসান
জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর এর সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন পেয়েছে। যেখানে বলা হয়েছে, দীর্ঘদিন যাবত জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর এর কোন সাংগঠনিক কার্যক্রম না থাকায় সংগঠনকে গতিশীল ও শক্তিশালী এবং বিএনপি-জামাতের নৈরাজ্য, অগ্নী সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি দায়িত্বশীল ভূমিকা ও সাহসের সাথে পালন করবে বলে জানান।
ঢাকা মহানগর উত্তর জাতীয় শ্রমিক লীগ এর সম্মেলন প্রকৃতি কমিটির আহ্বায়ক মোঃ আজিজুল হাকিম ও সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন পলাশ এর নেতৃত্বাধীন ৫১ সদস্য বিশিষ্ট কমিটি সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের (এমপি) এর নির্দেশ ক্রমে এবং নুরুল মজিদ মাহমুদ হুমায়ন (এমপি) মন্ত্রী শিল্প মন্ত্রণালয়, এ্যাডভোকেট ইউসুফ হোসাইন হুমায়ুন উপদেষ্টা পরিষদের সদস্য বাংলাদেশ আওয়া লীগ, ড. মির্জা আব্দুল জলিল উপদেষ্টা পরিষদের সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ এর সুপারিশ ক্রমে এই কমিটি জাতীয় শ্রমিক লীগের গঠনতন্ত্রের ১৫ এর (খ) ধারা অনুযায়ী আগামী ৬ (ছয়) মাসের জন্য অনুমোদন প্রদান করেছেন এবং তার পাশাপাশি পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানা গেছে