মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরের প্রত্যাহারের দাবিতে উত্তাল মালয়েশিয়া বাংলাদেশি প্রবাসী। রোববার (২২ ডিসেম্বর) তারা খোরশেদ আলম খাস্তগীরের প্রত্যাহারের দাবিতে দূতাবাস ঘেরাও করে বিক্ষোভ করেন।
এ সময় প্রবাসীরা তাকে প্রত্যাহারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন। প্রবাসী সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাসেল সরদার, সোহানুর রহমান, মামুন, জুয়েল ও পারভেজসহ অন্য প্রবাসীরা।