গাজীপুরে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতারের পর তাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে গাছা থানার সামনে এই ঘটনা ঘটে। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোস্তফা জানান, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আসামি গোলাম আজমকে ছাড়িয়ে নিতে থানায় এসে ওসি স্যারের রুমে গিয়ে তাকে ছেড়ে দিতে বলেন। ওই সময় তারা থানার ভেতর ও বাইরে অবস্থান নিয়েছিলেন।
গাছা থানার পুলিশ পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজমকে গ্রেফতার করার পর গণঅধিকার পরিষদের গাজীপুর শাখার সভাপতি আব্দুর রহমান এবং তার অনুসারীরা থানার সামনে অবস্থান নেন।
গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, "একজন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছি। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তাকে ছেড়ে দেয়ার দাবি জানিয়ে মিছিল করছেন। আমি আসামি ছাড়িনি।"