চালের বাজার স্থিতিশীল করতে আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। শুল্ক কমানোর এক সপ্তাহ পেরিয়ে গেলেও ব্যবসায়ীদের আমদানিতে আগ্রহ না থাকায় মঙ্গলবার (২৯ অক্টোবর) এনবিআরকে এ সুপারিশ করে সংস্থাটি।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান একেএম মকসুদুর আরেফীনের সই করা প্রতিবেদনে এই সুপারিশের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।
ট্যারিফ কমিশনের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বন্যায় চালের উৎপাদন ব্যাহত হয়েছে। তাই, বাজারে সরবরাহ ও দাম স্থিতিশীল করতে সুনির্দিষ্ট মেয়াদে চাল আমদানিতে বর্তমানে প্রযোজ্য শুল্ক প্রত্যাহার করা দরকার।
বর্তমানে চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করা হলে স্থানীয় উৎপাদক চাষিরা ক্ষতিগ্রস্ত হবে না উল্লেখ করে ট্যারিফ কমিশনের প্রতিবেদনে বলা হয়, দেশে চালের চাহিদা প্রায় ৩ দশমিক ৭ থেকে ৩ দশমিক ৯ কোটি টন। যার সিংহভাগ দেশেই উৎপাদন হয়ে থাকে। তবে দেশে বর্তমানে গত এক মাসে সরু, মাঝারি ও মোটা চালের দাম যথাক্রমে শূন্য শতাংশ, ১ দশমিক ৭৪ শতাংশ ও ১ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। এক বছরের ব্যবধানে তিন ধরনের চালের মূল্য বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ৯ দশমিক শূন্য ৯ শতাংশ, ৯ দশমিক ৩৫ শতাংশ ও ৭ শতাংশ।