মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। বিনোদন জগতের সঙ্গে তার সম্পর্ক সেই শিশুকাল থেকে। এরপর বিজ্ঞাপনের মডেল হয়ে পেয়ে যান রাতারাতি জনপ্রিয়তা। কাজ করেন দেশের নামিদামি ব্র্যান্ডের সঙ্গে। তারপর ডাক আসে নাটকে অভিনয়ের। আর তাকাতে হয়নি পেছন ফিরে।
বিজ্ঞাপন-নাটকের পর শখকে চলচ্চিত্রেও অভিনয় করতে দেখা যায়। ‘বলো না তুমি আমার’ নামে একটি সিনেমায় তিনি শাকিব খানের সঙ্গে জুটি বাঁধেন। এ ছাড়া ২০২৪ সালে ওটিটিতেও অভিষেক হয়েছে তার। তবে মাঝে অনেকটা সময় তিনি ব্যক্তিগত কারণে দূরে ছিলেন অভিনয়সহ সব ধরনের কাজ থেকে। এখন আবার ব্যস্ততা বেড়েছে তার। নতুন বছর নতুন উদ্যমে ব্যস্ত থাকতে চান কাজ নিয়ে।