প্রচলিত প্রথা ভেঙে ভারতীয় সিনেমা এখন নতুন যুগে প্রবেশ করেছে। যেখানে অভিনেত্রীরা এখন আর শুধু গ্ল্যামারের সীমাবদ্ধতায় আটকে নেই। বহু অভিনেত্রী বর্তমানে নিজ দক্ষতায় অ্যাকশন দৃশ্য উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করেছেন, ভেঙেছেন প্রচলিত বাধা এবং প্রমাণ করছেন নিজেদের শক্তিশালী পারফরমার হিসেবে।
কালবেলার আজকের আয়োজনে থাকছে শীর্ষ ৪ অভিনেত্রী, যারা মারামারি ও স্ট্যান্ট দৃশ্যে নজরকাড়া অভিনয় করে বি-টাউনে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলেছেন।