বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার খুশিতে ঢাকা কলেজে রাতে নৈশভোজের আয়োজন করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর ক্যাম্পাসে একটি গরু ও একটি খাসি জবাই করা হয়। রাত ১০টার পর কলেজের হলপাড়ায় প্রায় ১ হাজারের অধিক শিক্ষার্থী এ ভোজে অংশ নেবেন। কলেজটির সাধারণ শিক্ষার্থীরা এই আনন্দভোজের আয়োজন করেছেন।
সংশ্লিষ্টরা জানান, আনন্দ ভোজের জন্য কেনা গরুর দাম ৯৫ হাজার টাকা এবং ছাগলের দাম ১২ হাজার টাকা। শিক্ষার্থীদের কাছে জনপ্রতি টোকেন বিক্রি করা হয়েছে ১০০ টাকা করে।