মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির দায়ে জনপ্রিয় সংগীত শিল্পীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের সর্বোচ্চ আদালত। ধর্মীয় অবমাননাসহ আরও কয়েকটি অপরাধে তার বিরুদ্ধে বিচার শুরু হয়েছিল। আদালত প্রথমে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। তবে ইরানের সুপ্রিম কোর্ট পরে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে।
রোববার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পপ সংগীত শিল্পী আমির হোসেন মাগসোদলুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে এ দণ্ডের বিরুদ্ধে তার আপিল করার সুযোগ রাখা হয়েছে।