পুলিশের তাজা বুলেট আমার ১৭ বছর বয়সী বাজানডারে কাইড়া নিছে। আমি তো শহিদের মা হতে চাইনি? আন্দোলনে যাওনের আগে বাবাডা শখের হাত ঘড়ি, আংটি আর চামড়ার জুতা খুইল্যা গেছে। বাথরুমের স্যান্ডেল পইরা বাইর হইছে। আল্লাহ আমারে এমন শাস্তি দিল কেন? আমার রাব্বিরে আইন্যা দেন আপনারা।’
এমন আহাজারি আর গগনবিদারি কান্না সায়েদাবাদের করাতিটোলা এলাকার গণঅভ্যুত্থানে নিহত ইসমাইল হোসেন রাব্বির মা আসমা বেগমের (৪৮)। এ খবর এক প্রতিবেদনে জানিয়েছে বাসস।