জনগণের জানমালের দায়িত্ব রক্ষায় অবহেলার সুযোগ নেই। দায়িত্বে অবহেলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর কয়েকটি থানায় (মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর) পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।