দুবাইয়ের গরম, প্রতিপক্ষ ভারত, আর উইকেটের চ্যালেঞ্জ—সব কিছুকে উপেক্ষা করেও একাই লড়লেন তাওহীদ হৃদয়। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করলেও দলের জয় নিশ্চিত করতে পারেননি। তবে এই ইনিংসের সবচেয়ে চমকপ্রদ দিক ছিল তার শারীরিক লড়াই। প্রচণ্ড গরম ও ক্র্যাম্পের কষ্ট নিয়েও তিনি প্রায় ৪০ ওভার উইকেটে কাটিয়েছেন, লড়াই করেছেন শেষ পর্যন্ত। ম্যাচ শেষে জানালেন, শারীরিকভাবে একটু ভালো থাকলে আরও ২০-৩০ রান যোগ করা সম্ভব হতো।
ম্যাচ শেষে হৃদয় বলেন, ‘আলহামদুলিল্লাহ, এটা আমার প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। আশা করি, ভবিষ্যতে এই ইনিংস আমাকে আত্মবিশ্বাস দেবে।’ তবে ব্যক্তিগত অর্জনের চেয়েও দলীয় ফলাফল তাকে বেশি ভাবিয়েছে। শুরুতে দ্রুত উইকেট হারানোর পর জাকের আলির সঙ্গে ১৫৪ রানের জুটি গড়লেও কাঙ্ক্ষিত বড় স্কোর গড়া সম্ভব হয়নি।