বোলিং নিষেধাজ্ঞার গণ্ডি পেরিয়ে আবারও মাঠে ফেরার চেষ্টায় আছেন সাকিব আল হাসান। আগের দুই দফা পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর এবার তৃতীয়বারের মতো তার বোলিং অ্যাকশন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে। আগামী রমজান মাসে ইংল্যান্ডে এ পরীক্ষা দেওয়ার কথা রয়েছে তার।
ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েই প্রথমবার প্রশ্নবিদ্ধ হয় সাকিবের বোলিং অ্যাকশন। এরপর বার্মিংহাম ও চেন্নাইয়ে পরীক্ষা দিয়েও বৈধতা পাননি তিনি। দ্বিতীয়বার নিরপেক্ষ ল্যাবের পরীক্ষায়ও ব্যর্থ হওয়ায় সব ধরনের ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ রয়েছে।