মোহনগঞ্জ পৌরসভার সরকার বাড়ির পাশে শিয়ালজানি খালের ওয়াকওয়ে রাস্তায় এক দুর্ধর্ষ ছিনতাই এর ঘটনা ঘটে। আজ সোমবার আনুমানিক বেলা ১১ঃ৩০ ঘটিকায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানায় মোহনগঞ্জ বাজারের স্বর্ণব্যবসায়ী সনজিতা রানী বর্মন তার দোকানের কর্মচারী ইন্দ্রজিৎ বর্মনকে নিয়ে বাসা থেকে হেঁটে পোদ্দার পট্টি তার নিজের স্বর্ণের দোকানের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় তার সাথে নগদ টাকা ও বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ছিল। তিনি তার কর্মচারীকে নিয়ে সরকার বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা তাদের পথরোধ করে তার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে তিনি বাধা দিলে তার দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাকে সাহায্য করার জন্য কর্মচারী এগিয়ে আসলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে। তাদের চিৎকার চেঁচামেচিতে লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা স্বর্ণালঙ্কারের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে মোহনগঞ্জ কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থানান্তর করে। ঘটনার কিছুক্ষণ পরেই মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিন ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ও আশেপাশের বাসা থেকে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেন। এ ঘটনা জনমনে আতঙ্কের সৃষ্টি করে এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় তারাও চরম নিরাপত্তাহীনতায়
ভোগছেন । থানায় যোগাযোগ করলে ওসি আমিনুল ইসলাম জানান সিসিটিভি ফুটেজ দেখে আসামি সনাক্ত করে গ্রেফতারের জোরালো চেষ্টা চলছে।